বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০০:০০

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে চাঁদপুরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষিকণ্ঠ প্রতিবেদক ॥

ঘূর্ণিঝড় 'মিধিলি'র প্রভাবে চাঁদপুরে আধাপাকা রোপা আমন ধান, বোরো বীজতলা, আলু, সরিষা, পেঁয়াজ, মরিচ ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেচ প্রকল্পসহ আশপাশের এলাকার বহু জমি পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা ধান তুলে রোদে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এদিকে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন ও ফরিদগঞ্জ উপজেলার বালিথুবাসহ আশপাশের ইউনিয়নের অধিকাংশ জমির ধান পানিতে তলিয়ে ছিল। তবে পানি নেমে যাওয়ায় কৃষি জমির উপর নতুন মাত্রায় চাষাবাদ করতে দেখা গেছে। ১৭ নভেম্বর শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড়টি আঘাত হানলে এ ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের কয়েক ঘণ্টার তাণ্ডবে ধানক্ষেত ও রবিশস্য মাটির সঙ্গে মিশে যায়। সারা দিনে ভারী বৃষ্টিপাতে ফসল ডুবে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন কৃষকরা। তবে ঝড়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার রাত থেকেই জেলায় হালকা বৃষ্টিপাত হলেও শুক্রবার সকাল থেকে শুরু হয় ভারী বৃষ্টি। এতে কৃষিজমি পানিতে নিমজ্জিত হয়। ফলে কৃষকের পাকা ধান, সরিষা, খেসারি, মসুরির ডাল ও শীতকালীন সবজি ডুবে বিনষ্ট হয়েছে।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহমেদ জানান, জেলায় আধাপাকা আমন ধান ৬২০, সরিষা ৫৭৫ ও শীতকালীন সবজি ১১১৭ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়