প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ০০:০০
শিক্ষার ইতিহাস
প্রশ্ন : চাঁদপুরের শিক্ষাব্যবস্থার প্রচলন শুরু হয় কবে?
উত্তর : খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর শেষে এবং ষষ্ঠ শতাব্দীর শুরুতে।
প্রশ্ন : চাঁদপুরে শুরুর দিকে পাঠদান কোথায় হতো?
উত্তর : প্রাচীন সমতটের বৌদ্ধ বিহারগুলোতে।
প্রশ্ন : চাঁদপুরে শুরুর দিকে কী ধরনের শিক্ষার প্রচলন ছিলো?
উত্তর : ধর্মীয় শিক্ষা।
প্রশ্ন : ষষ্ঠ শতাব্দীতে চাঁদপুরে কী ধরনের শিক্ষালয় গড়ে উঠে?
উত্তর : টোল, পাঠশালা ও গুরুগৃহ।
প্রশ্ন : ষষ্ঠ শতাব্দীতে চাঁদপুরে কিসের মাধ্যমে পাঠদান হতো?
উত্তর : তালপত্র এবং ভূর্জপত্র।
প্রশ্ন : চাঁদপুরে ষষ্ঠ শতাব্দীতে শিক্ষার্থীরা কিসের মাধ্যমে বিদ্যাভ্যাস করতো?
উত্তর : কলাপাতা ও তালপাতার মাধ্যমে।
প্রশ্ন : চাঁদপুরে মসজিদকেন্দ্রিক ধর্মীয় শিক্ষার সাথে আরবি ও ফারসি শিক্ষার প্রচলন ঘটে কবে?
উত্তর : ত্রয়োদশ শতাব্দীর শেষদিকে।
প্রশ্ন : ত্রয়োদশ শতাব্দীতে বাংলা ভাষা ও গণিত বিষয়ে শিক্ষাদান হতো কোথায়?
উত্তর : পাঠশালা জাতীয় প্রতিষ্ঠানে।
প্রশ্ন : চাঁদপুরে ইংরেজি শিক্ষাব্যবস্থা চালু হয় কবে থেকে?
উত্তর : ১৮৪২ খ্রিস্টাব্দের পর থেকে।
প্রশ্ন : চাঁদপুরে সার্কেল স্কুল প্রথা চালু হয় কবে থেকে?
উত্তর : ১৮৫৫ থেকে ১৮৫৮ সালের মধ্যে।
প্রশ্ন : চাঁদপুরে কতটি সার্কেল স্কুল স্থাপিত হয়?
উত্তর : ৩টি।
প্রশ্ন : চাঁদপুরের সার্কেল স্কুলগুলো কোথায় অবস্থিত?
উত্তর : তৎকালীন হাজীগঞ্জ থানার হাজীগঞ্জ, রামপুর ও বিজয়পুর নামক স্থানে।
প্রশ্ন : চাঁদপুরে অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু কখন?
উত্তর : ১৯৩৯ সালে।
প্রশ্ন : চাঁদপুরে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা চালু হয় কবে থেকে?
উত্তর : ১৯৫১ সালের পহেলা আগস্ট (রাজনৈতিক পটপরিবর্তনের ফলে ১৯৫৭ সালে তা প্রত্যাহার হয় এবং স্বাধীনতাণ্ডপরবর্তী সময়ে চালু হয়)।
প্রশ্ন : চাঁদপুরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ। এটি ১৮৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন : চাঁদপুরে পিএইচডি ডিগ্রি চালু আছে কোন প্রতিষ্ঠানে?
উত্তর : জামেয়া ইসলামী উজানী মাদরাসা, কচুয়া।
প্রশ্ন : চাঁদপুর জেলায় সরকারি কলেজ কতটি ও কী কী?
উত্তর : ২টি। চাঁদপুর সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজ।
প্রশ্ন : চাঁদপুরে জেলায় কতটি কলেজ সরকারিকরণ প্রক্রিয়াধীন ও কী কী?
উত্তর : ৭টি।
ক. হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ, হাজীগঞ্জ।
খ. কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, কচুয়া।
গ. ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ।
ঘ. মতলব সরকারি ডিগ্রি কলেজ, মতলব দক্ষিণ।
ঙ. হাইমচর সরকারি কলেজ, হাইমচর।
চ. করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ, শাহরাস্তি।
ছ. ছেঙ্গারচর সরকারি কলেজ, মতলব উত্তর।
প্রশ্ন : চাঁদপুর সরকারি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৬ সালের ১ জুন।
প্রশ্ন : চাঁদপুর সরকারি কলেজ স্থাপিত হয় কোথায়?
উত্তর : আজিজ আহাম্মদ ময়দানে (পূর্বনাম এন্ডারসন গ্রাউন্ড)।
প্রশ্ন : চাঁদপুর সরকারি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
উত্তর : অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
প্রশ্ন : চাঁদপুর সরকারি কলেজের উল্লেখযোগ্য জমিদাতা কারা?
উত্তর : নির্মল প্রসাদ সেনগুপ্ত, স্বর্ণ কুমারী দত্ত, প্রতিভা রাণী ধর, ধীরেন্দ্র নারায়ণ চৌধুরী, দীনেশ চন্দ্র বসু প্রমুখ।
প্রশ্ন : চাঁদপুর সরকারি কলেজের উল্লেখযোগ্য অর্থদাতা কারা?
উত্তর : রায় বাহাদুর আরপি সাহা, হরিবিনোদ কুণ্ডু, রফি উদ্দীন আখন্দ (সোনা আখন্দ), ডাঃ ফজলুর রহমান, মথুরা মোহন, রাজকুমার সাহা, হাজী ফাজিল উদ্দীন পাটওয়ারী, গোপাল চন্দ্র পোদ্দার, সুকুমার দত্ত, মোঃ ইদ্রিছ বেপারী প্রমুখ।
প্রশ্ন : চাঁদপুর সরকারি কলেজের প্রথম অধ্যক্ষের নাম কী?
উত্তর : প্রফেসর পরেশ চন্দ্র গাঙ্গুলী।
প্রশ্ন : চাঁদপুর সরকারি কলেজের শুরুর দিকের পাঠদান কী ছিলো?
উত্তর : ইন্টারমিডিয়েটের মানবিক ও বিজ্ঞান বিভাগ।
প্রশ্ন : চাঁদপুর সরকারি কলেজে বাণিজ্য বিভাগ চালু হয় কবে?
উত্তর : ১৯৪৮ সালে।
প্রশ্ন : চাঁদপুর সরকারি কলেজ ডিগ্রি পর্যায়ে উন্নীত হয় কবে?
উত্তর : ১৯৫৮ সালে।
প্রশ্ন : ছাত্র-ছাত্রীর সংখ্যায় জেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : চাঁদপুর সরকারি কলেজ। বর্তমান শিক্ষার্থী প্রায় ১৫ হাজার।
প্রশ্ন : চাঁদপুর সরকারি মহিলা কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৬৪ সালের ২৪ আগস্ট।
প্রশ্ন : চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন কে?
উত্তর : তৎকালীন মহকুমা প্রশাসক জনাব নুরুল কাদির খান (সিএসপি)।
সূত্র : এক নজরে চাঁদপুর, প্রকাশকাল ২০২২।
এইচএম জাকির : লেখক, সংগঠক ও সমাজকর্মী। প্রতিষ্ঠাতা : চাঁদমুখ। প্রকাশিত গ্রন্থ : ৫টি।