প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০
মাসুদ স্যার আমাদের খুবই উৎসাহ দেন : ইফা

ইসরাত রহমান ইফা। বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ বিতর্ক দলের মাধ্যমিক পর্যায়ের দলপ্রধান। দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্কে সে তার দলকে ‘অগ্রযাত্রা’ পর্ব পর্যন্ত অপরাজিত রাখতে সক্ষম হয়েছে। সে সুবাদে আজকের ‘জয়যাত্রা’ (কোয়ার্টার ফাইনাল) পর্বে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেছে। গত ২ মার্চ সে ‘বিতর্কায়নে’র মুখোমুখি হয়।
বিতর্কায়ন : পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক করছো কতোদিন? এবারই প্রথম, না আরো বিতর্ক করেছ?
ইসরাত রহমান ইফা : এবারই প্রথম নয়, আমি পূর্বেও বিতর্ক করেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি অনেক কিছু জানতে পেরেছি। জ্ঞানার্জন করেছি।
বিতর্কায়ন : বিতর্ক কেন করছো? শুধু জেতার জন্যে, না শেখার জন্যে?
ইসরাত রহমান ইফা : আমি বিতর্ক করছি শেখার জন্যে। প্রত্যেকের জীবনে একটি উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য হচ্ছে শিখা।
বিতর্কায়ন : বিতর্ক চর্চায় তোমার বিদ্যালয় এবং তোমার দলের বিতার্কিকরা কতোটুকু আন্তরিক?
ইসরাত রহমান ইফা : বিতর্ক চর্চায় আমার দলের বিতার্কিকরা যথেষ্ট আন্তরিক এবং আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাসুদ স্যার আমাদের খুবই উৎসাহ দেন, সাহায্য করেন। আমি সত্যিই খুবই ভাগ্যবতী এমন একটি দল ও শিক্ষকের সাথে থাকতে পেরে।