প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০
বিতার্কিকরা কখনোই মনে-প্রাণে হারে না : আদ্রিতা

আদ্রিতা পোদ্দার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ বিতর্ক দলের দলপ্রধান। দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্কে সে তার দলকে নিয়ে ‘অগ্রযাত্রা’ (প্রি-কোয়ার্টার ফাইনাল) পর্যন্ত এসেছে এবং জেলার বিভিন্ন প্রাপ্ত থেকে অংশগ্রহণকারী ৭২টি মাধ্যমিক বিদ্যালয় দলের মধ্যে নিজের দলকে নবম স্থানে উন্নীত করতে সক্ষম হয়েছে। গত ২ মার্চ সে ‘বিতর্কায়নে’র মুখোমুখি হয়।
বিতর্কায়ন : পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক করছো কতোদিন? এবারই প্রথম, না আরো বিতর্ক করেছ?
আদ্রিতা পোদ্দার : পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা করছি ২০২৩ সাল থেকে। এবারই প্রথম করছি না। এই বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও নিজ বিদ্যালয়েও বিতর্ক করেছি।
বিতর্কায়ন : বিতর্ক কেন করছো? শুধু জেতার জন্যে, না শেখার জন্যে?
আদ্রিতা পোদ্দার : বিতর্ক করছি জেতার জন্যে নয়, শেখার জন্যে। কেননা প্রত্যেক প্রতিযোগিতায় হার-জিত রয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় হার-জিত থাকলেও বিতার্কিকরা কখনোই মনে-প্রাণে হারে না।
বিতর্কায়ন : বিতর্ক চর্চায় তোমার বিদ্যালয় এবং তোমার দলের বিতার্কিকরা কতোটুকু আন্তরিক?
আদ্রিতা পোদ্দার : বিতর্ক চর্চায় আমার বিদ্যালয় এবং আমার দলের বিতার্কিকরা যথেষ্ট আন্তরিক। আমার দলের বিতার্কিকদের মধ্যে প্রথম ও দ্বিতীয় বক্তা এবং আমার একজন ছোট বোন যথেষ্ট আন্তরিক।