প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০০:০০
নিষ্ঠাবান দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল কাইউম
বিতর্ক-শিল্পের ছোঁয়ায় শিক্ষার্থীদের মাঝে অনেক পরিবর্তন দেখা যায়

পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় বেশ ক’বছর ধরে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্ক দল নিয়ে যিনি নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিয়ে চলছেন, তিনি হচ্ছেন মোঃ আব্দুল কাইউম। তিনি হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার দৈনিক চাঁদপুর কণ্ঠের 'বিতর্কায়নে'র পক্ষ থেকে তাঁর একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার গ্রহণ করা হয়। নি¤েœ প্রশ্নোত্তর আকারে সে সাক্ষাৎকার তুলে ধরা হলো :
বিতর্কায়ন : কতোদিন ধরে বিতর্কের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হিসেবে কাজ করছেন?--স্বতঃস্ফূর্ততায় না বাধ্যবাধকতায়?
মোঃ আব্দুল কাইউম : সাত বছর বিতর্কের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হিসেবে কাজ করছি। এই কাজে আছে স্বতঃস্ফূর্ততা। কেননা বিতর্ককে সবসময় আমার কাছে শিল্পের মতো মনে হয়। এই শিল্পের ছোঁয়ায় আসলে অনেক পরিবর্তন শিক্ষার্থীদের মাঝে লক্ষ্য করা যায়।
বিতর্কায়ন : বিতর্ক নিয়ে কী কী কাজ করছেন?
মোঃ আব্দুল কাইউম : বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন এবং বিতর্ক করতে উৎসাহ দিয়ে থাকি। এছাড়া বিদ্যালয়ে বিতর্ক ক্লাব গঠন করে বিতর্ক চর্চায় শিক্ষার্থীদের আগ্রহী করতে প্রয়াস চালাচ্ছি। আমাদের প্রধান শিক্ষক জনাব শাহ পরান স্যারের সর্বোচ্চ সহযোগিতায় যে কোনো বিতর্ক প্রতিযোগিতা আয়োজন ও অংশগ্রহণে তৎপর থাকি।
বিতর্কায়ন : কতোদিন বিতর্কের সাথে থাকতে চান?
মোঃ আব্দুল কাইউম : ছোটবেলা থেকেই বিতর্কের প্রতি একটা টান ছিলো। কিন্তু সে রকম কোনো প্লাটফর্ম না পাওয়ায় বিতর্ক চর্চার সুযোগ পাইনি। বিশ্ববিদ্যালয় জীবনে কিছুটা চর্চা করার সুযোগ হলেও চরম বাস্তবতায় খুব বেশি একটা হয়ে উঠেনি। রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর যখন পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার কথা জানতে পারি, তখন মনে হলো, বিতর্ককে লালন করার একটা সুযোগ হয়তো হলো। যা আজ পর্যন্ত চলমান। এই বিতর্কের সাথে লেগে থাকতে চাই। সাথে পালন করতে চাই বিতর্ক দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাজটিও। যা থেকে শেখার আছে অনেক কিছু, হারাবার নেই কিছুই। বিতর্কের প্রতি ভালোবাসা, ভালোলাগা অব্যাহত থাকবে বেঁচে আছি যতোদিন।