বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০

ভালো বিতার্কিক তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করে
রেদওয়ান আহমেদ জাকির

এই পৃথিবীতে যতো অভিজাত, সৃজনশীল ও যৌক্তিক শিল্প আছে, তার মধ্যে বিতর্ক হচ্ছে অন্যতম। একটি বিতর্কের সৌন্দর্য অনেকখানি বিতার্কিকদের ওপরেই নির্ভর করে। তাই ভালো বিতার্কিক হওয়াটা অনেক জরুরি।

শিক্ষার্থীদের কথা বলার জড়তা দূর করে সুন্দর উচ্চারণ ও বাচনভঙ্গির মাধ্যমে যুক্তিবোধসম্পন্ন চৌকষ ও আত্মবিশ্বাসী মানুষ গঠনে বিতর্ক অপরিসীম ভূমিকা পালন করে। করোনা মহামারিতে পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বন্ধ থাকলেও এ মাস থেকেই বিতর্ক প্রতিযোগিতা চলমান রয়েছে।

বিতর্ক না থাকলে ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক সমাজব্যবস্থা গঠন সহজ হয় না। বিতর্ক, ন্যায় এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠন করতে পারে। ন্যায়, জ্ঞান এবং যুক্তিভিত্তিক সমাজ গঠন করতে হলে সমাজে বিতর্ক থাকা আবশ্যক।

একজন বিতার্কিকের বক্তব্য অবশ্যই তথ্যবহুল হতে হবে। আর এজন্যে আপনাকে নিয়মিত সাধারণ জ্ঞানের বইগুলো পড়া একান্ত প্রয়োজন। পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠের আয়োজনে দীর্ঘ পরিক্রমায় এই যে বিতর্ক প্রতিযোগিতা ধারাবাহিকভাবে হচ্ছে, তা বিতর্ক ও যুক্তিভিত্তিক এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ব্যাপকভাবে সহায়ক হবে।

আমাদের ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী। তারা তাদের লেখাপড়ায় মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে থাকে। লেখাপড়ার বাইরেও যে আরেকটি জগৎ আছে, সে সম্পর্কে জানা এবং সে জগতের সদস্য হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ রয়েছে বিতর্কে।

বিগত বছরগুলোর ন্যায় এ বছরও প্রাথমিক, মাধ্যমিক ও কলেজভিত্তিক পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। বিতর্ক প্রতিযোগিতা শুরুর পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিতর্ক কীভাবে করতে হয়, অন্যের মতের প্রতি সম্মান-শ্রদ্ধা, বিতর্ক শুরুর বক্তব্য, সাবলীল ভাষা সম্পর্কে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর বিতর্ক প্রতিযোগিতা অনেক প্রাণবন্ত হবে বলে আশা করছি। এ বছরই প্রথম উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের নিয়ে পর পর তিনটি বিতর্ক বিষয়ক ট্রেনিং হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ অনুপ্রাণিত ও আশান্বিত হয়েছে।

বিতর্কের উর্বর ভূমি চাঁদপুরে বিতর্ক বেঁচে থাকুক অনন্তকাল।

রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির : সাধারণ সম্পাদক, চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন, মতলব দক্ষিণ এবং মতলব ব্যুরো ইনচার্জ ও সহ-সম্পাদক (অনলাইন), দৈনিক চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়