প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
আব্বু আমার কলম চালান
আম্মু চালান হাঁড়ি,
কলম দিয়ে আব্বু লেখেন
গল্প কাড়ি কাড়ি।
আব্বু আমার কথায় কথায়
দেন যে শত উপদেশ,
আম্মু সারা ব্যস্ত থাকেন
সিল্কি রাখতে আমার কেশ।
আব্বু আমায় আদর করেন
আম্মু খাওয়ান হালিম,
তাঁদের থেকে নিচ্ছি আমি
মানুষ হওয়ার তালিম।