শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২, ০০:০০

ইভা বড় হয়ে শিক্ষক হতে চায়
অনলাইন ডেস্ক

ইসরাত জাহান ইভা। মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তার স্বপ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করা। শিশুকণ্ঠ বিভাগে দেওয়া তার সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হলো :

শিশুকণ্ঠ : কেমন আছো?

ইভা : আলহামদুলিল্লাহ্! বেশ ভালো আছি।

শিশুকণ্ঠ : তুমি কোন ক্লাসে পড়ো?

ইভা : আমি ৭ম শ্রেণিতে পড়ি।

শিশুকণ্ঠ : তোমার প্রিয় শিক্ষক কে? তাঁর সম্পর্কে কিছু বলো।

ইভা : স্কুলের সব শিক্ষকই আমার প্রিয়। তবে কোনো শিক্ষকের নাম উল্লেখ করতে হলে ‘মাইনুল ইসলাম টিপু’ স্যারের কথা বলবো। তিনি আমাদের আইসিটি বিষয় পড়ান। আইসিটি বিষয়ের সব খুঁটিনাটি ও টেকনিক্যাল বিষয়গুলো তিনি আমাদের কম্পিউটার ল্যাবে নিয়ে খ্বু সহজে বুঝিয়ে দেন।

শিশুকণ্ঠ : স্কুলে তোমার প্রিয় বন্ধু কে? তার সম্পর্কে কিছু বলো।

ইভা : ক্লাসের সব সহপাঠিই আমার খুব ভালো বন্ধু। তবে সাদিয়া সুলতানা লিলি আমার কাছের বন্ধু। লিলি আমার মন খারাপের সঙ্গী। ওর চারিত্রিক দৃঢ়তা ও নমনীয় আচরণ আমাকে মুগ্ধ করে।

শিশুকণ্ঠ : তুমি কি খেলাধুলা করো?

ইভা : হ্যাঁ, আমি খেলাধুলা করি। আমি ব্যাডমিন্টন ও দড়িলাফ খেলতে পছন্দ করি।

শিশুকণ্ঠ : অবসর সময়ে আর কী করো?

ইভা : আমি গান শুনে, কার্টুন দেখে ও গল্পের বই পড়ে অবসর সময় কাটাই।

শিশুকণ্ঠ : তুমি বড় হয়ে কী হতে চাও?

ইভা : আমি সবসময় শিখন ও শিখানোর মধ্যে থেকে প্রতিনিয়ত নিজেকে আবিষ্কার করতে চাই। তাই আমি বড় হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি।

শিশুকণ্ঠ : গল্প ও কবিতা পড়তে তোমার কেমন লাগে?

ইভা : আমার গল্প পড়তে খুব ভালো লাগে। বিশেষ করে ছোটোগল্প ও কিশোর উপন্যাস পড়ে আমি খুব আনন্দ পাই।

শিশুকণ্ঠ : ছুটির দিনে কি কোথাও ঘুরতে যাও?

ইভা : আমার ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। স্কুল ছুটির দিনে আমি নানুর বাড়িতে বেড়াতে যাই।

উল্লেখ্য, মনির হোসেন ও সানজিদা আক্তার অপি দম্পতির জ্যেষ্ঠ সন্তান ইসরাত জাহান ইভা। মনির হোসেন পেশায় একজন শিক্ষক। তারা চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মাসনিগাছা গ্রামের স্থায়ী বাসিন্দা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়