প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:২১
‘কৃষিকণ্ঠ’ কৃষকের কণ্ঠ হওয়ায় আমি আনন্দিত

কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকের কথা, ঋতুভিত্তিক চাষাবাদ, কৃষি উপকরণ, প্রযুক্তি, বীজ উৎপাদন ও সংরক্ষণ, প্রান্তিক কৃষকদের বীজতলার প্রস্তুতি, অঙ্কুরিত গাছের পরিচর্যা, ফুল ও ফলের বাজারজাতকরণ, কোল্ড স্টোরেজ, পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে প্রযুক্তিগত কৃষিজ্ঞানের অভাবে কৃষকের ঘাম, শ্রম ও অর্থ অনেকাংশে বিফলে যায়। এ বিষয়ে যত বেশি কৃষি তথ্য প্রচার-প্রচারণা করা যাবে তত অধিক বাংলার কৃষক উপকৃত হবে। খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে ভূমিকা রাখবে কৃষিনির্ভর অর্থনীতি। কৃষিনির্ভর ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ততা থাকায় কৃষিভিত্তিক চাষাবাদে জ্ঞানের ঘাটতি ধরা পড়ে অজপাড়াগাঁয়ের কৃষকদের মধ্যে।
এই ঘাটতি অনুভব থেকেই ‘কৃষিকণ্ঠ’ বিভাগ নামকরণ করে কৃষকের করণীয়, কৃষি ও কৃষকের কথা তুলে ধরার জন্যে জেলার শীর্ষস্থানীয় জনপ্রিয় দৈনিক চাঁদপুর কণ্ঠের ২০১৩ সালের ২০তম শুভ জন্মদিন এবং ২০১৪ সালে দুই দশক পূর্তির বিশেষ সংখ্যায় ধারাবাহিকভাবে প্রধান সম্পাদক কাজী শাহাদাতের কাছে লেখনীর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করি। এরপরই কৃষকের বন্ধু, কৃষকের কণ্ঠ হয়ে উঠে মাসিক নিয়মিত আয়োজন ‘কৃষিকণ্ঠ’।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই চাঁদপুর কণ্ঠ পরিবারকে। দীর্ঘ এই পথচলায় যাঁরা লিখেছেন, কৃষিকণ্ঠ বিভাগ পড়েছেন এবং উপকৃত হয়েছেন—সবার প্রতি আন্তরিক মোবারকবাদ।
কৃষিকণ্ঠ প্রাপ্ত জ্ঞানে
ঝড়-তুফান, রোদ-বৃষ্টি, কুয়াশা মাড়িয়ে
সোনার মাটি ভরে যাক ফসলে
কৃষক হাসলে, হাসবে দেশ
অপরূপা বাংলাদেশ।








