রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭

বিষণ্নতার কানাগলি

মুহাম্মদ শাহীন
বিষণ্নতার কানাগলি

মুহাম্মদ শাহীন বিষণ্নতার কানাগলি

ক্লান্ত শরীর, ক্লান্ত মন,

আনন্দ নাকি দুঃখের শাসনÑ

বুঝে উঠি না, কোনটা আসল,

কোনটা শুধুই ভ্রমণের ফসল।

হাঁপিয়ে ওঠে ভেতরের শ্বাস,

সমুদ্র ডাকে, পাহাড়ের পাশ।

সূর্যাস্ত দেখে হারাতে চাই,

কিন্তু সীমাবদ্ধতা টেনে রাখে তাই।

মধ্যবিত্তের নীরব ব্যথা,

স্বপ্নগুলোয় বাঁধা কঠিন গাঁথা।

জীবন কেমন নড়বড়ে হয়,

আনন্দের মুহূর্ত যুগের সমান সয়।

সময় চলে, আমিই থেমে,

অচেনা গলিতে আটকে রই স্বপনে।

বিষণ্নতা ঢেকে রাখে দিশাহীন পথ,

তবুও বেঁচে আছিÑআশায় নতুন রোদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়