শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:২২

হেমন্তের প্রতীক্ষা

আসাদুজ্জামান খান মুকুল
হেমন্তের প্রতীক্ষা

আসাদুজ্জামান খান মুকুল হেমন্তের প্রতীক্ষা

তুমি আসবে বলে হেমন্তের রূপ নেমে এসেছে

নিস্তব্ধ প্রান্তরে, ঝরাপাতার মৃদু শব্দে সাজিয়ে।

হেমন্তের বিকেল ধানের খড়ের সোনালি আভায়

আলোকিত হয়েছে পথঘাট,

তোমার পদধ্বনি ছুঁয়ে যাবে বলে।

শুকনো পাতার মর্মর ধ্বনি নির্জনে করেছে ফিসফাস।

শিউলি-সুগন্ধ ভেসে আসে তোমার খোঁপায় গুঁজে দেওয়ার স্বপ্নে।

আমিও বসেছিলাম নদীতীরের নির্জন বাঁকে,

ভেবেছিলামÑতুমি আসবে হেমন্তের অপ্সরির বেশে।

পাশে বসে বলব দুজনে বুকের গভীরে লুকানো কথারমালা।

সহস্র জন্মের অগোচর কথারা।

সন্ধ্যা নেমে এল, কুয়াশার চাদর ঘিরে ধরে চারদিক;

মনে হয়েছিল দুজনে ডুব দেব প্রণয়ের উষ্ণ সাগরে।

শেষে তুমি এলে না প্রিয়া।

নিরুপায় হয়ে হেমন্তের কটু শীত আর বুকের দহন নিয়ে,

ফিরে এলাম নীরব নীড়ে,

তোমার অগম্যতার গভীর শূন্যতা বুকের ভেতর বাজিয়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়