প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:২১
অদ্ভুতুড়ে জীবন

নজরুল ইসলাম শাকিল অদ্ভুতুড়ে জীবন
আকাশটা আর দেখি না ঠিক আগের মতো করে!
বাতাসটায়ও অনুভূতি নেই, হাজার বছর ধরে!
স্বপ্নরা তো ডানাহীন তাই উড়ে না আর দিকবিদিক!
বর্ষায়ও ভিজি না আর ডুবে গেলেও চতুর্দিক।
পূর্ণিমা যেন রসহীন সেই মিথ্যে রূপকথা,
আমাবস্যার ভয়াল রাতের সাথেই সখ্যতা!
বাঁচার তাকিদে ছুটতে হয় ডাবল গোল্লাছুট,
ব্যর্থ মানুষ দেখলে ভয়ে দৌড়ে পালায় ভূত!
গলায় ঠেকানো তরবারি তবু হাসতে হয় খুব,
পানি ছাড়াই সাতরাতে হয়, দিতে হয় ডুব।
অদ্ভুতুড়ে জীবন নাকি আমিই বদলে গেলাম?
প্রায়শ্চিত্ত করে যাই নিজেরে করে নিলাম! মুহাম্মদ কাউছার আলম রবি







