শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:২০

থামাই কেমনে হাসি!

উৎসর্গ : দেশপ্রেমিক রাজনৈতিকদের।

অনলাইন ডেস্ক
থামাই কেমনে হাসি!

থামাই কেমনে হাসি! উৎসর্গ : দেশপ্রেমিক রাজনৈতিকদের।

ছাত্রনেতার ছাত্রত্ব নেই,

যুবনেতার বয়স আশি,

শ্রমিকনেতা বেকার ঘুরে,

থামাই কেমনি হাসি!

কৃষক নেতার কৃষি নাই,

জেলে নেতার নাই জাল,

সেবক নেতা এলাকায় ঘুরে,

মারে শুধু পাল।

নামে আছে কামে নাই ভাই,

আকামের নেতা শত,

ঐ নিজের পকেট ভরার লাইগা,

তাল বাহানা যত!

এতোই যখন রাজনীতি বুঝো,

তবে কেন করছো রক্তাক্ত ক্ষত,

অন্যের থেকে চাঁদা নিচ্ছো ভাইয়ের কথা মতো,

দেশের সম্পদ করছো লুট সেজে জনতার সেবক,

অতীত বলছে-

আসলে তুমি মস্ত বড় খাদক।

ছবি-২১

মাহমুদ হাসান সজীব

চোখের ষড়যন্ত্র

তোমার চোখ দুটোÑএক অদ্ভুত ফাঁদ,

যেখানে আমি হারাই, বিনা অনুমাদ।

দৃষ্টির ভেতর লুকিয়ে থাকে মিষ্টি অপরাধ,

তুমি চেয়ে বলো না কিছুÑঅথচ সবই করো সাধ।

তোমার চোখ যেন চা-য়ের কাপে ঝড়,

চেয়ে থাকলেই মনে হয়Ñদুনিয়াটা থমকে পড়।

সত্যি বলি, ওই চোখ দুটোই এখন আমার অভ্যাস,

তুমি জানো না, আমি প্রতিরাতে

ওদের সাথেই করি গোপন আলোচনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়