প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:১৯
স্রোতে ভাসছে হৃদয়
বিপুল চন্দ্র রায়

বিপুল চন্দ্র রায় স্রোতে ভাসছে হৃদয়
স্রোতে ভাসছে হৃদয় আমার,
কূলভাঙা এক নদীর ধারে।
জানছি না তার গন্তব্য কী,
ভেসে যাচ্ছি তেপান্তরে।
হাজারো ঢেউয়ের দোলায় দুলে,
ভেঙেছে বাঁধ স্মৃতির কূলে;
যন্ত্রণা আর ভালোবাসা
সবই আজ সেই স্রোতে ভাসে।
অজানা বাঁকে, অচেনা গন্তব্যে,
ভেসে চলেছি আমি কার বা আহ্বানে!
কূলের ঠিকানা নাই বা পেলাম, তবুও
শ্যাওলা ধরা স্মৃতি যত ভেসে যাক জলস্রোতে।






