প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:১৯
শরতের সাদা পাখি
আব্দুস সাত্তার সুমন
আব্দুস সাত্তার সুমন শরতের সাদা পাখি
সাদা পাখি সাদা পাখি
শরৎকালে এলে!
চুপি চুপি যাও তুমি
শিস দিয়ে চলে।হঠাৎ এলে সাদা পাখি
সবুজ আমার দেশে,
সাদা সাদা কাশবনে
থাকো ভালোবেসে।ধবধবে সাদা পাখি
করো তুমি খেলা,
হেমন্তের দিনগুলো
কাটে সারাবেলা।বৃষ্টিভেজা দিনে তুমি
মাঠের বালুচরে,
কিচিরমিচির খেলাধুলায়
যায় আনন্দ করে।








