প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:১৮
মানুষ হওয়ার সাধ

টিকটিকি ধরে খায় পোকার শাখা-প্রশাখা
আর হতভাগ্য আমি সস্তায় খুঁজি সবুজ রঙ
যা পাই তার গলে যাওয়া তামাটে সবজির সরল প্যাঁচে
নষ্ট হয় পাকস্থলীর মুখ।
বয়ঃসন্ধির প্রাক্কালে মগজের কাঁচা নরম সুখ
নষ্ট করেছে আমার প্রেরণা,
উদ্বৃত্ত যা আছে
নষ্ট হতে হতে, কষ্ট পেতে পেতে
মরে যাচ্ছে আমার মানুষ হওয়ার সাধ।খতিয়ান
(উৎসর্গ : সৃজনশীল মানুষ জহির রায়হানকে)পৃথিবীর উৎসুক নর্দমায় পিঁপড়ার জীবাশ্ম খুঁজে পাওয়া যায় না আর
বেতাল মড়কের ঠিকানা এখন শ্মশান;
প্রতিদিনই সহস্র প্রাণ পুড়ে ভস্মীভূত হয় লকড়ির তরুতলে।দহনের জাঁতাকলে সেকেন্ডে সেকেন্ডে লাশ হয় হৃদয়ের আক্ষেপ;
এইতো আমাদের জীবন
সম্বন্ধ আর সম্বোধনের প্যাঁচে ক্ষত-বিক্ষত
খতিয়ানের দাগ নম্বর।








