শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:১৭

তুমি

মুক্তা আক্তার স্বর্ণা
তুমি

মুক্তা আক্তার স্বর্ণা তুমি

একদিন বৃষ্টি মাথায় ছুটে যাবো তোমার কাছে,

চুলে গুঁজে দেবে বর্ষার প্রথম কদম,

বাঁধা পড়বো অমর প্রেমে

লাইলী-মজনু, শিরি-ফরহাদের পাশাপাশি গল্প হবে আমাদের।

একদিন ভবঘুরে-যাযাবর আমি

নেবো সংসার ব্রত; হুট করেই, কেমন হবে?

পাহাড়ী-বনবাসী হবো তোমায় নিয়ে

আকাশ-বাতাস কাঁপিয়ে ধ্বনিত হবে

তুমি আমার, শুধুই আমার।

থমকে যেও

আমার অসীম অনুপস্থিতিতে তুমি এক সেকেন্ডের জন্য থমকে যাবে, প্লিজ

একেবারেই থেমে যাও, চাই না, জীবন সেখানেই থামিয়ে রাখবেÑসেটাও চাইবো না

তবে এক সেকেন্ডের জন্য থামবে, খুব চাই।

ঐ এক সেকেন্ড তোমার চারপাশ ভীষণ ফাঁকা লাগুক

সবকিছু আচমকাই শূন্য লাগুক

নিঃশ্বাস নিতেও ভুলে যেও

আমাকে ছাড়া পৃথিবী অর্থহীন লাগুক, শুধু এক সেকেন্ড।

এরপর...

দুঃস্বপ্ন থেকে জেগে উঠার মতো তুমিও জেগে উঠবে

ভুলে যাবে সব।

পায়ে পায়ে এগিয়ে যাবে সামনের খোলা সিঁড়িতে,

আমিহীন তোমার নতুন পৃথিবীতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়