শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৪:৪৮

অমরত্ব

ইমরান শা’কির ইমরু

দেহ ক্ষণিক

মাটির ঘরে ফিরে যায় একদিন,

নিঃশব্দে থেমে যায় শ্বাস,

জীবনের কোলাহল মিলিয়ে যায় ধূলিকণায়।

কিন্তু আত্মা?

সে তো সময়ের সন্তান নয়

সে তো চিরধ্রুব আলো,

যার উৎসÑএক পরম সত্যের কাছে।

যে আত্মা আল্লাহকে পায়,

সে মৃত্যুকেও ছাপিয়ে যায়

কারণ আল্লাহর প্রেমে ডুবে গেলে

মৃত্যু আর নয় বিভাজন—

সেটা হয় মিলনের শুরু।

সেই আত্মা জানে,

মরণ মানে শেষ নয়Ñ

বরং মোহময় এক দরজা,

যেখান থেকে শুরু হয় চিরজীবনের পথচলা।

যে আল্লাহকে খুঁজে পেয়েছে,

তার কাছে মৃত্যুরও কোনো ভয় নেই,

কারণ সে তো হারায়নি কিছুইÑ

বরং ফিরে গেছে নিজের উৎসে,

আলোকের মাঝে মিলিয়ে।

ছবি-২৩

মাহমুদ হাসান সজীব

বিষণ্ন মন

নিঝুম রাত, গুনছি তারার মেলা,

দূরে কুকুরের ডাক, যেন হাহাকারের খেলা।

জ্যোৎস্নার নীল আলোয় ভেসেছে এই ধরা,

চঁাদের বঁাধভাঙা হাসি ছুঁয়েছে দিগন্তপাড়া।

মন বিষণ্ন হয়, যখন মেঘ ঢাকে আলো,

তবু চুপচাপ তাকাই, পেঁচার ডাকে চমকে উঠি ভালো।

হিসেব মেলাইÑপাওয়া, না-পাওয়ার গল্প,

হারানোর প্রহরেও খুঁজি তোমার স্পর্শ।

চঁাদের লুকোচুরিতে মেঘেরা খেলে যায়,

নিজেকে খুঁজে পাই না, কিংবা পেয়ে হারাই।

না পাওয়াজুড়ে শুধু তোমাকেই খুঁজি,

অস্তিত্ব আমার লীন তোমার স্মৃতির সূচিতে।

সম্পর্ক রাখিনি, হারানোর ভয়ে,

তবু জেনে রেখোÑ

তোমার ব্যস্ত জীবনের ভিড়ে,

আমিই রয়ে যাবো নিঃশব্দ প্রহরে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়