শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৪:৩৯

না ভোলা স্মৃতির স্ফুলিঙ্গ!

ড. আব্দুস সাত্তার
না ভোলা স্মৃতির স্ফুলিঙ্গ!

ভুলতে চাইলেই যায় না ভোলা;

কোথাও না কোথাও থেকেই যায়

অদৃশ্য এক অনুভবের আয়নায় ও

থেকে যায় হয়তো ভালোবাসায় নয়তো ঘৃণায়।

স্মৃতির গহীনে জমাট শ্যাওলার মতো

অঁাকরে থাকে যত না ভোলার আস্ফালন,

স্মৃতির অনুষঙ্গ হয়ে অনুরণিত হয় নিরালায়

অভিযোগ, অভিমান, অপেক্ষা কিংবা উপেক্ষায়।

অনেকদিনের মনে না পড়া কথা একদিন

স্মৃতির ফোয়ারার মতো বেরিয়ে আসতে থাকে।

শব্দ-নিঃশব্দ! হাসির চেহারার অস্পষ্ট ঝলক!

মনের অজান্তে কেড়ে নেয় অশ্রুভেজা অঁাখির পলকও

কেউ কাউকে ভুলতে পারে না!

ভুলে থাকা মানেই তো দূরত্বকে গ্রাহ্য করা

কিংবা সম্পর্কের অযত্ন অবহেলা মেনে নেওয়া

তাই বলে,

মানুষটা তো আর ব্ল্যাকবোর্ডের সাদাচকের অঁাচর নয়;

ডাস্টার দিয়ে মুছে ফেলা যায় ও

কেন জানি,

ভুলে যাবার ব্যর্থ চেষ্টাকেও মেনে নিতে হচ্ছে

তোমাকে আমার খুব করে মনে পড়ছে !

খুউব মনে পড়ছে!

ছবি-২৩

এম আর এম শোভন

কষ্ট

হে কষ্ট তোমার রূপের মায়া

এত ভয়ংকর এত অহংকার,

এবার থামাও তোমার হিংস্রতা।

কষ্ট আমার চিরসাথি,

কষ্টের মাঝেই বেঁচে আছি,

চোখের জলে লিখে রাখি দিনের যত ক্ষত,

জীবন আমার আগুনপথ, পায়ে কঁাটার মত।

রাতের শেষে আলো হাসে,

কষ্ট শেষে সুখের আবেশে।

ব্যথার ভেতর ভালোবাসা, অশ্রুতে গান বাজে,

বেদনা মানে জীবনেরই সত্য রঙ সাজে।

যে কষ্ট সয়, সে মানুষ হয়, হৃদয় তার বড়,

অন্ধকারে দেখেছে সে আলোরই উড়ো।

ভাঙা মনেই গড়ে উঠে জীবনের মহিমা,

কষ্টে লেখা কবিতারই সোনালি প্রক্রিয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়