শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৩১

হারাতে চাই

কাজী আজিজুল হাকিম নাহিন
হারাতে চাই

কাজী আজিজুল হাকিম নাহিন হারাতে চাই

আমি হারাতে চাই

এমন এক দেশে

যেখানে রূপকথার দেশের

প্রতিনিয়ত অভিষেক ঘটে

আমি হারাতে চাই

এমন এক দেশে

যেখানে প্রতিনিয়ত

স্মৃতি চোখের সামনে ভাসে

আমি হারাতে চাই

এমন এক দেশে

যেখানে পাড়া-প্রতিবেশী

আপনজনরা থাকে মিলেমিশে

আমি হারাতে চাই সেই দেশে যেখানে আমার নাড়ির টান মিশে

আমি হারাতে চাই, সত্যি হারাতে চাই

সেই দেশে।

যে দেশে প্রতিনিয়ত আজানের সুর আসে

আমি হারাতে চাই সেই দেশে

যে দেশে সন্ধ্যা হলে চাঁদের আলো

ভাসে

স্নিগ্ধ হাওয়ায় ভেসে মনে এক অফুরন্ত শান্তি জাগে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়