সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৬:৩৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের মিজানুর রহমান নিহত

প্রবীর চক্রবর্তী
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের মিজানুর রহমান নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামে বাংলাদেশি এক গাড়ি চালক নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল ২০২৫) বাংলাদেশ সময় ভোর রাত ৫ টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে। তিনি এক মেয়ে ও এক কন্যা সন্তানের জনক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই মো. পারভেজ মোশারফ জানান, গত ২১ বছর যাবত মিজানুর রহমান সৌদি আরবে জীবিকার তাগিদে বসবাস করছেন। সর্বশেষ গত বছর দেশে এসেছিলেন। তিনি সৌদি আরবে পণ্য পরিবহনের গাড়ি চালাতেন। প্রতিদিনের ন্যায় রোববার (২০ এপ্রিল ২০২৫) সৌদি আরবের সময় রাত ২টার দিকে গাড়িতে মালামাল লোড করে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির সাথে সংঘর্ষ হয়। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা সোমবার (২১ এপ্রিল ২০২৫) দুপুরে তার মৃত্যুর বিষয়টি জেনেছেন। তার লাশ দেশে আনার প্রস্তুতি চলছে। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান নামের প্রবাসীর মৃত্যুর বিষয়টি জেনেছি। বিষয়টি দুঃখজনক। তিনি এ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের বাসিন্দা। তার মরদেহ দেশে আনার জন্যে সার্বিক সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়