প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:১৪
জীবনদীপ' কাতার শাখার স্বেচ্ছায় রক্তদান ক্যাম্পেইন

মানব উন্নয়ন সেবামূলক সংস্থা 'জীবনদীপ' কাতার শাখার আয়োজনে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস ও ১৮ ডিসেম্বর কাতারের স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) বিকেল ৪টায় কাতারের রাজধানী দোহা সিটির এইচ এম সি ওয়েস্ট এনার্জি সেন্টারে অনুষ্ঠিত রক্তদান কর্মসূচিতে 'জীবনদীপে'র কাতার শাখার কর্মকর্তাগণসহ প্রবাসী বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে রক্তের গ্রুপ নির্ণয়সহ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশপূর্বক ধন্যবাদ জ্ঞাপন করেন 'জীবনদীপ' কাতার শাখার আহ্বায়ক সাইফুদ্দিন খান ও সদস্য সচিব আরমান সিদ্দিকি। তারা জীবনদীপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্বেচ্ছায় রক্তদান, অঙ্গদান, দেহদানসহ মহৎ কাজ করার লক্ষ্য নিয়ে বিনয় ভূষণ মজুমদার মানব উন্নয়ন সেবামূলক সংস্থা 'জীবনদীপ' প্রতিষ্ঠা করেছেন। আর্তমানবতার সেবা কার্যক্রম নিয়ে চাঁদপুর জেলা সহ দেশের বাইরেও কয়েকটি স্থানে জীবনদীপের অনুসারীগণ কাজ করছেন। আমরা তাদের সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারা বলেন, রক্তদান একটি মহৎ দান, যারা রক্তদান করেন তারাও মহৎ হৃদয়ের অধিকারী। মানুষের সাহায্যার্থে অনেকে অনেক কিছু দান করে থাকেন, কিন্তু নিজের শরীর থেকে এক ব্যাগ রক্ত দান করার মতো মানসিকতা সকলের থাকে না। আজ যারা রক্তদান করেছেন, আমরা তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আর্ত মানবতার সেবায় সকল সময় কাজ করতে চেষ্টা করবো। আপনারাও আমাদের সাথে থাকবেন এবং জীবনদীপের সেবামূলক কাজ এগিয়ে নিয়ে যাবেন।
রক্তদান ক্যাম্পেইনে স্বেচ্ছায় রক্তদাতারা হলেন : সদস্য সচিব আরমান সিদ্দিকি (বাংলাদেশ), খালিদ নবী (পাকিস্তান), ইসমাইল কাসেম সুরা (ভারত), আলা ইব্রাহিম (সুদান), আবু তাহের আব্দুর রহিম (বাংলাদেশ), মোস্তফা ফিরোজ (বাংলাদেশ), শাহাদাৎ হোসেন (বাংলাদেশ), সোহাগ আব্দুল্লাহ (বাংলাদেশ), আব্দুল আজিজ (বাংলাদেশ), ইশাক পাটোয়ারী (বাংলাদেশ), জসিম মিজি (বাংলাদেশ), পিলু মাস্টার (ফিলিপাইন), ফারুক মাওলা (বাংলাদেশ), মারুফ পাটোয়ারী মিলন (বাংলাদেশ), শেখ ফরিদ মিয়া (বাংলাদেশ), ইলিয়াস মিয়া (বাংলাদেশ), ইমরান হোসেন (বাংলাদেশ), মামুন খাঁ (বাংলাদেশ), শরীফ হোসেন (বাংলাদেশ), মাহমুদ সিদ্দিক (বাংলাদেশ), আরিফ সিকদার বাংলাদেশ প্রমুখ।