বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ২০:১১

ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল প্রতিষ্ঠার উদ্যোক্তা

অনলাইন ডেস্ক
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল প্রতিষ্ঠার উদ্যোক্তা

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন পিএইচএফ। তিনি ২০১০-১১ রোটারী বর্ষে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে এই ক্লাবের স্পন্সরে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তিনি তাঁর সুযোগ্য সহধর্মিণী ফাতেমা হোসেন লাভলীকে প্রতিষ্ঠাতা সভাপতি (চার্টার প্রেসিডেন্ট) এবং তাঁর সাথে সেন্ট্রাল রোটারী ক্লাবের সম্পাদক হিসেবে দায়িত্বপালনকারী প্রকৌশলী মোঃ আলমগীর হোসেনের সহধর্মিণী মরিয়ম আক্তার মুক্তাকে প্রতিষ্ঠাতা সম্পাদক (চার্টার সেক্রেটারী) করে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের চার্টার প্রাপ্তিতে আবেদন জানান। চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবে তাঁর সভাপতি থাকাকালীন ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি চাঁদপুর সেন্ট্রাল ইনার ছইল ক্লাবের আনুষ্ঠানিক আত্মপ্রকাশে সক্ষম হন। সে থেকে ক্লাবটি ধারাবাহিক সেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে চাঁদপুরের একটি সুপরিচিত নারী সংগঠন হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে।

গত ১৬ জুন ২০২০ খ্রিঃ তারিখে আকস্মিক মৃত্যুর কবলে পড়ে আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন এই সংসারে গতায়ু হয়েছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর জন্য চির সুখের জান্নাত প্রত্যাশা করছি।

রোটাঃ প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়