রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:৫৬

ভারী বৃষ্টিপাতে কৃষকের মাথায় হাত

কুমিল্লা প্রতিনিধি
ভারী বৃষ্টিপাতে কৃষকের মাথায় হাত

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় বহু চাষী আলু ও শাকসবজি চাষ করে বিপুল ক্ষতির আশংকা। কুমিল্লা জেলাতে উৎপন্ন শাকসবজি ও আলু গোটা রাজ্যে রফতানি করা হয়ে থাকে। এই জেলাতে আলু ও শাকসবজি চাষের জন্য বিখ্যাত চান্দিনা, দেবীদ্বার, মুরাদনগর ও দাউদকান্দি। কিন্তু নিম্নচাপের কারণে জেলাতে প্রচুর বৃষ্টি হওয়ার দরুন আলু ও শাকসবজি চাষের প্রায় সবজমি জলে ডুবে গেছে। চাষের জমি থেকে জল নামতে সময় লাগবার জন্য

জেলার প্রচুর চাষের জমিতে আলু ও শাকসবজি চাষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এ জেলার প্রচুর চাষী গত বছর আলু ও শাকসবজি চাষ করে বিপুল লাভ করেছিলেন। এই বছরও ভাল মুনাফার আশাতে তাদের অনেকেই আবারও আলু ও শাকসবজি লাগিয়েছিলেন নিজেদের জমিতে। এ বছর ভারী বৃষ্টির কারণে আলু ও সবজি জমি জলে ডুবে গেছে। সেই কারণে এই বছর আলু ও শাকসবজি চাষে একদমই লাভের মুখ না দেখারর আশংকা দেবীদ্বার গাদিসাইর গ্রামের চাষীরা।

দুলাল সরকার নাম এক চাষী বলেন, "গত বছরের থেকে এই বছর কীটনাশক এবং সারের দাম বৃদ্ধি পেয়েছে। তার ফলে আলু চাষের খরচ বৃদ্ধি পেয়েছে। কিন্তু অত্যাধিক বৃষ্টিপাতের জন্য সবজমি জলে ডুবে গেছে। তার ফলে চাষীরা ফসল উৎপাদনের জন্য যত টাকা লগ্নি করেছিল সেই টাকা তুলতেই সে হিমশিম খাওয়া আশংকা।" তিনি আরও বলেন, "আমাদের গ্রামে প্রায় ৫০-৬০জন চাষী গড়ে ২ (দুই) বিঘা জমিতে আলু ও শাকসবজি চাষ করেছিল। কিন্তু বৃষ্টির কারণে সবার জমির ফসল নষ্ট হয়েছে। এই মুহূর্তে সরকার যদি আমাদেরকে আর্থিকভাবে কিছু সাহায্য করে তাহলে আমরা খুব উপকৃত হবো।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়