শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ০৯:২০

না ফেরার দেশে চলে গেলে দিলীপ কুমার

না ফেরার দেশে চলে গেলে দিলীপ কুমার
অনলাইন ডেস্ক

বর্ষীয়ান ও প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমার আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। কিংবদন্তী এ অভিনেতা আজ ৭ জুলাই বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ সময়ে স্ত্রী সায়রা বানু তাঁর পাশে ছিলেন।

দিলীপ কুমার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে গত ৩০ জুন দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তিনি হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন।

দিলীপ কুমারের স্ত্রী সায়রা তাঁর শেষ টুইটে লিখেছিলেন, ‘দিলীপ কুমার সাহেবের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে তিনি এখনও আইসিইউ-তেই আছেন। আমরা তাঁকে বাড়ি নিয়ে যেতে চাই। তবে চিকিৎসক এখনও অনুমতি দেননি। আপনারা ওঁর জন্য প্রার্থনা করুন।’

মহম্মদ ইউসুফ খান দিলীপ কুমারের আসল নাম। ১৯২২ সালের ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম। এখন এই কিংবদন্তি অভিনেতার বয়স ৯৮ বছর। জোয়ার ভাটা, আন, আজাদ, দেবদাস, আন্দাজ, মুঘল ই আজম, গঙ্গা যমুনা, ক্রান্তি, কর্মা, শক্তি, সওদাগর, মশালসহ ৫০–এর বেশি বলিউড ছবিতে তিনি কাজ করেছেন। তপন সিনহা পরিচালিত বাংলা ছবি সাগিনা মাহাতোতে দিলীপ কুমার অভিনয় করেছিলেন। এই কালজয়ী ছবিতে তাঁর নায়িকা ছিলেন সায়রা বানু।

বর্ষীয়ান ও প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমার আটবার সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জয় করেন। হিন্দি সিনেমা জগতের সবচেয়ে বড় সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারেও তাঁকে সম্মানিত করা হয়েছে। ২০১৫ সালে সরকার দিলীপ কুমারকে দেশের দ্বিতীয় বড় সম্মান পদ্মভূষণ–এ সম্মানিত করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়