শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ জুলাই ২০২১, ১৩:০৮

ঈদুল আজহায় তারা নাচে ট্রাকও নাচে !

কামরুজ্জামান টুটুল

ঈদুল আজহার আনন্দে তারা নাচে ট্রাকও নাচে। যুবকদের উদ্যম নাচের সাথে ট্রাক বেচারা ঠায় দাঁড়িয়ে থাকতে পারে না তাই সে নিজেও নাচে যোগ দেয়। সম্প্রতি বছরগুলোতে নতুন এক সংস্কৃতি শুরু হয়েছে। এক শ্রেনির যুবক বিশেষ বিশেষ দিবসে এমন আনন্দে যোগ দেয়। পিকআপ ট্রাকের মধ্যে উচ্চ শব্দের সাউন্ডবক্স লাগিয়ে দেশি-বিদেশী গানের তালে ট্রাকের মধ্যেই উদ্যম নাচ শুরু করে যুবকরা। বিশেষ করে সড়কে নারীর সামনে পড়লে এদের নাচ দ্বিগুন শক্তি পেয়ে বসে। ঈদ আজহা শেষে ২২ জুলাই বৃহস্পতিবার পিকআপ ট্রাকে করে এমন উদ্যম নাচের বেশ কয়েকটি দল দেখা গেছে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশেষ আনন্দ করতে যুবকরা দিনব্যাপী পিকআপ ট্রাক ও সাউন্ড বক্স ভাড়া নেয়। তবে সাউন্ডে বেশি বিট পাওয়ার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি বেশি দামে ভাড়া নিতে হয়। ট্রাকের মধ্যে সাউন্ড বক্স বসিয়ে দল বেঁধে ট্রাক নিয়ে রাস্তায় নেমে পড়ে যুবকের দল। ট্রাকের মধ্যে উচ্চ শব্দে গানের তালে তালে চলে উদ্যম নাচ শুরু হয় যুবকদের। একটা সময় এরা গায়ের শার্ট কিংবা পাঞ্চাবী খুলে নাচানাচি শুরু করে। এদের কাছে রোধ বৃষ্টি করোনা কিছুই পাত্তা পায়না। সড়কে চলার সময় কোন স্থানে নারী দেখতে পেলে এদের উদ্যম নাচানাচি দ্বিগুন বেড়ে যায়। অনেক সময় এদের উদ্যম নাচের কারনে পুরো ট্রাক নিজেই নাচতে শুরু করে।

এ বিষয়ে হাজীগঞ্জে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর জানান, আমাদের সামনে এরকম ট্রাক পড়লে অবশ্যই এই ট্রাককে সড়ক পরিবহন আইনে নিয়ে আসা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়