প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৯:২২
ফরিদগঞ্জে আল-আজহার একাডেমির বার্ষিক ক্রীড়া

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফরিদগঞ্জস্থ প্রত্যাশীর স্বনামধন্য বিদ্যাপীঠ আল-আজহার একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকালে একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সেকদি বেপারী বাড়ি ইসলামিয়া একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন বেপারী। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন করে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম মিয়াজি।
একাডেমীর প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিলন খানের সঞ্চালনায় পুরস্কার বিতরণপূর্বক প্রধান অতিথি আলাউদ্দিন বেপারী তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই, খেলাধুলা শারীরিক ও মেধা বিকাশে অগ্রণী ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি সন্তানদের খেলাধুলায় মনোযোগী করতে সকল অভিভাবকের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, আলহাজ্ব মানিক মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক শরিফ সালাউদ্দিন খান সহ একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
খেলাশেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ।







