প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ২১:৩৬
আংশিক দাবি পূরণ হওয়ায় এমপিওভুক্ত শিক্ষকদের প্রত্যাশা পূরণ হয়নি
---বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি
এমপিওভুক্ত শিক্ষকদের টানা ১০ দিনের অবস্থান কর্মসূচিতে লাখো শিক্ষকের উপস্থিতির আন্দোলনের মধ্য দিয়ে অর্থ মন্ত্রণালয় কর্তৃক দুই ধাপে ১৫% বাড়িভাড়া প্রদানের ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।
এক যুক্ত বিবৃতিতে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব বলেন, এবারের শিক্ষক আন্দোলন অতীতের তুলনায় আরও স্বতঃস্ফূর্ত ছিলো। আন্দোলনকারী নেতৃবৃন্দের সাথে সরকারের দর কষাকষিতে নিপীড়িত শিক্ষকদের প্রত্যাশা পূরণ হয়নি। এতে আংশিক দাবি পূরণ হয়েছে, যা অতি ক্ষুদ্র। এতে করে আগামী পে স্কেলে বৈষম্য আরও জোরদার হলো। সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা মফস্বলে থাকেন তারা বাড়িভাড়া পান ৪৫%। গত ১৩ আগস্ট রাজধানীর প্রেসক্লাবে শিক্ষকদের মহাসমাবেশ থেকে দাবি ছিলো, সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসাভাতা, শ্রান্তিভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব বোনাস।
শিক্ষা উপদেষ্টার সাথে সে দিন দ্বিপাক্ষিক আলোচনায় শিক্ষক নেতারা প্রস্তাব করেন, অন্তত ২০% বাড়িভাড়া দিলে শিক্ষকদের শান্ত করানো যাবে। সরকারের পক্ষে পদক্ষেপ নেয়ার পূর্বেই এমন প্রস্তাব ছিলো দাবি আদায়ের ক্ষেত্রে পিছু হটে যাওয়ার নামান্তর। প্রতিবার শিক্ষকরা রাজপথে এসে প্রত্যাশাবিহীন চলে যাওয়া কষ্টেরই নয়, সংক্ষুব্ধ হওয়ার বিষয়ই বটে।
নেতৃবৃন্দ সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব বোনাসের প্রজ্ঞাপন নতুন করে জারি করতে শিক্ষা উপদেষ্টার প্রতি আহবান জানান।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশের পূর্বেই ২ হাজার টাকা বাড়িভাড়া ও ৫শ' টাকা মেডিকেল ভাতা দিতে থোক বরাদ্দের পদক্ষেপ নিয়েছিলেন। বর্তমানে ঘোষিত প্রজ্ঞাপনে এবং পূর্বের পদক্ষেপের সাথে আহামরি কোনো হেরফের হয় নি, বরং বঞ্চিত হয়েছে।