রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ২১:২৪

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ- ১৪৩২ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন লিটনের নেতৃত্বে সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকালে বর্ষবরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

সহকারী অধ্যাপক এসএম লিয়াকত হোসেনের উপস্থাপনায় গান ও নৃত্যে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।

পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক কৃষ্ণপদ পাল, মোসা. মাসুমা আক্তার, কাজী মো. নাছির উদ্দিন, প্রভাষক মো. আব্দুর রহিম, মো. রাশেদুল হাসান, মো. সোহাগ হোসেন, মো. রাজিবুল ইসলাম, মোসা. তহুরা আক্তার ও প্রদর্শক বিমল কৃষ্ণ পাল।

বক্তব্য শেষে দেশের সকল শহীদের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক প্রভাষক মাও. নূর মোহাম্মদ। এ সময় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ

হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ পালিত হয়েছে। প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকালে বর্ষবরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সহকারী শিক্ষক মো. শরীফুল ইসলামের উপস্থাপনায় আবৃত্তি, গান ও নৃত্যে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।

পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন, শংকর কুমার পাল, মো. ইলিয়াছ হোসেন ও শাহাদাত হোসেন, শিক্ষার্থী সাকিবুন ইসলাম ইনতা, রায়হান ছুবহা, নুসরাত জাহান নুরশি, রনজনা পাল প্রমুখ।

বক্তব্য শেষে দেশের সকল শহীদের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাও. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়