প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৫:০৮
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫, প্রস্তুতি পর্ব
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব চলছে। এরই অংশ হিসেবে মাঠ পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন,অনুষ্ঠানের আহ্বায়ক সহকারি অধ্যাপক শেখ নজরুল ইসলাম, সদস্য সচিব সহকারি অধ্যাপক মোঃ জাকির হোসেন এবং কলেজ শাখার তত্ত্বাবধায়ক সহকারি অধ্যাপক মোঃ মামুনুর রহমান।
|আরো খবর
১২৬ বছরের গৌরবময় ইতিহাস সমৃদ্ধ এই প্রতিষ্ঠানটির কলেজ শাখার যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে। প্রতি বছরের মতো এবারও ক্রীড়া প্রতিযোগিতাটি বড় পরিসরে আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আগামী ৩০ জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন। সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ এরশাদ উদ্দিন।
উল্লেখ্য, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ চাঁদপুর জেলার শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও শারীরিক সুস্থতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে গণ্য হয়।
ডিসিকে/এমজেডএইচ