বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:২৬

শ্রীনগরে পঞ্চগ্রাম হেরার আলো মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও বার্ষিক ফলাফল প্রকাশ

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
শ্রীনগরে পঞ্চগ্রাম হেরার আলো মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও বার্ষিক ফলাফল প্রকাশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পঞ্চগ্রাম হেরার আলো মাদ্রাসায় অভিভাবকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র মোঃ জুবায়ের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম হেরার আলো মাদ্রাসা, মসজিদ, ঈদগাঁ ও কবরস্থান কমিটির সভাপতি হাজী মোঃ আব্দুল আজিজ শেখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিম মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোঃ অহিদুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল লতিফ আতহারী এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ মেজবাহ, মুফতি মোজাম্মেল হোসেন, আহমেদ উল্লাহ, মুফতি আইয়ুব আলী, মহিলা শিক্ষিকা ছনিয়া, জান্নাতুল ফেরদৌস, আয়শা আক্তার, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের মধ্যে ছিলেন আব্দুল কুদ্দুস মেম্বার, লিটন ঢালী, সাগর শেখ, মনির মোড়ল এবং জিন্নাত আলী।

সমাবেশে অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১২০ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল দেখে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

ফলাফল ঘোষণার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা লতিফ আতাহারী। দোয়া মাহফিলে মাদ্রাসার অগ্রগতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

সমাবেশ শেষে মাদ্রাসার পক্ষ থেকে সকল অভিভাবক ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়