রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ২১:১৪

রেলওয়ে কিন্ডারগার্টেনে বিদায় অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
রেলওয়ে কিন্ডারগার্টেনে  বিদায় অনুষ্ঠান
রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুর-এর বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উপহার বিতরণ করছেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. ইকবাল-বিন-বাশার।

রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুর-এর ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর ২০২৪) চাঁদপুর শহরের বকুলতলা এলাকায় স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রোটা. অ্যাড. ইকবাল-বিন-বাশার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি রোটা. কাজী শাহাদাত। সভাপ্রধান হিসেবে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহমুদা খানম। স্কুলের সহকারী শিক্ষক জনি চন্দ্র দাশের সঞ্চালনায় বক্তাগণ তাদের বক্তব্য বলেন, তোমরা যে বিদ্যালয়ে পড় না কেন সেটা বড়ো বিষয় নয়, তোমরা কতেটুকু সুশিক্ষা অর্জন করলে সেটা বড়ো বিষয়। যাতে অন্য স্কুলে গেলেও তোমাদের স্কুলের এবং তোমাদের সম্মান বজায় থাকে। তোমরা দীর্ঘদিন এই স্কুলে লেখাপড়া করেছো। তোমাদের অনেক স্মৃতি রয়েছে, সুখ-দুঃখ রয়েছে। ছাত্র-ছাত্রীদের এই স্কুলের শিক্ষকরা পরিপূর্ণ শিক্ষা হাতে কলমে দিয়ে থাকেন। যেটি অন্য স্কুলে সচরাচর দেখা যায় না। তোমাদের মনে রাখতে হবে, তোমাদের শিক্ষিত হওয়ার পাশাপাশি আদব-কায়দা শিখতে হবে। তাহলেই তোমরা জীবনে সফল হতে পারবে। তোমাদের জন্যে আমাদের দোয়া রইলো। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্কুলের ছাত্র মিনহাজ জমাদার ও গীতা পাঠ করেন শিউলী দাশ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৫ম শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রুবিনা মরিয়ম, সহকারী শিক্ষক নাজমা আক্তার, লিপি দাশ, নাছিমা আক্তার, মার্জিয়া আক্তার, কাজী আজিজুল হাকিম ও সাব্বির রহমান। সবশেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়