রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ২২:০৫

ফরিদগঞ্জে মোহাম্মদ উল্লাহ্ মুন্সী ফোরকানিয়া মাদ্রাসায় আমপারা ও কুরআন সবক অনুষ্ঠান

শিশুদের মধ্যে কোরআনি শিক্ষা থাকলে ভবিষ্যতে কল্যাণময় সমাজ ও রাষ্ট্র গঠনে সে ভূমিকা রাখবে : মোতাহার হোসেন পাটোয়ারী

শিশুদের মধ্যে কোরআনি শিক্ষা থাকলে ভবিষ্যতে কল্যাণময় সমাজ ও রাষ্ট্র গঠনে সে ভূমিকা রাখবে : মোতাহার হোসেন পাটোয়ারী
মোহাম্মদ উল্লাহ মুন্সী ফোরকানিয়া মাদ্রাসার আমপারা ও কোরআন সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোতাহার হোসেন পাটোয়ারী
নুরুল ইসলাম ফরহাদ

মানুষের চরিত্র গঠনে কোরআন একটি মহামূল্যবান সম্পদ। মনে রাখবেন, প্রতিটা মানুষের জন্যে কোরআন শিক্ষা খুবই দরকার। কারণ কোরআন আমাদের জীবন বিধান। আমরা ছোট বেলায় মক্তবে যেতাম কোরআন শিখতে। বর্তমান সমাজে মক্তব- সংস্কৃতি নেই। কিন্তু আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দিতেই হবে। যদি ছোট বেলায় কোরআন শিক্ষা না দেওয়া হয়, তাহলে শিশুরা নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হবে। যা সমাজে ব্যাপক প্রভাব ফেলবে। যে শিশুর মধ্যে কোরআনের শিক্ষা থাকবে সে ভবিষ্যতে সুন্দর এবং কল্যাণময় একটি সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। একটি প্রতিষ্ঠানের মূল সম্পদ হলো সে প্রতিষ্ঠানের শিক্ষার্থী। প্রতিষ্ঠানের শিক্ষার্থী বাড়ানো এবং মান বৃদ্ধির জন্যে শিক্ষক, অভিভাবক এবং কমিটির বড়ো দায়িত্ব রয়েছে। ভালো কিছুর সাথে আম্বিয়া-ইউনুস ফাউন্ডেশন আছে এবং থাকবে ইনশাআল্লাহ। উক্ত কথাগুলো বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন সিআইপি।

২৩ নভেম্বর শনিবার সকালে ফরিদগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে মোহাম্মদ উল্লাহ মুন্সী ফোরকানিয়া মাদ্রাসার আমপারা ও কোরআন সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোতাহার হোসেন পাটোয়ারী। মাদ্রাসার সভাপতি সামছুল আলম সাঈদ পাটোয়ারীর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মো. আবদুল কাদেরের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বিশিষ্ট শিশু সংগঠক, সাংবাদিক ফরিদ আহমেদ রিপন, মাওলানা আবু তাহের, মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ, উক্ত মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের সবক প্রদান করেন মাওলানা আবু তাহের ও মাওলানা মহিবুল্লাহ। সর্বশেষ শিক্ষার্থীদের মাঝে কোরআন মাজিদ দান এবং দেশ ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়