সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১৯:১৫

তারুণ্যনির্ভর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
তারুণ্যনির্ভর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা
চাঁদপুর সরকারি কলেজে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভায়হ প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুর সরকারি কলেজে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে 'বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫'-এর আওতায় ১৮ নভেম্বর সকালে চাঁদপুর সরকারি কলেজ সম্মেলন কক্ষে এই সভার অায়োজন করা হয়।

জেলা তথ্য অফিসার তপন বেপারীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এই আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদত হোসেন শান্ত প্রমুখ।

আলোচনা ও মতবিনিময় সভায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণরাই আগামীর দিকনির্দেশক। জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলো না, তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। তারা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে। তরুণদের কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে।

বক্তারা আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সকল ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে যেনো আর বৈষম্য ও স্বৈরশাসন তৈরি না হয়। তরুণদের সকল ক্ষেত্রে প্রাধান্য দিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে শতাধিক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়