শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:৫৯

মতলব ডিগ্রি কলেজে গঠন করা হয়েছে স্যানিটাইজার জোন

স্টাফ রিপোর্টার
মতলব ডিগ্রি কলেজে গঠন করা হয়েছে স্যানিটাইজার জোন

করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আজ (রবিবার) মতলব দক্ষিণ উপজেলার মতলব ডিগ্রি কলেজের প্রবেশ পথেই গঠন করা হয়েছে স্যানিটাইজার জোন। যেখানে হাত ধোয়ার জন্য থাকবে পর্যাপ্ত সাবান ও হ্যান্ড ওয়াশ। শিক্ষার্থীদের করা হবে স্যানিটাইজ স্প্রে, মাপা হবে শিক্ষার্থীদের তাপমাত্রা। সন্দেহাতীত শিক্ষার্থীদের অক্সিজেন লেভেল ঠিক আছে কি-না তা মাপতে প্রস্তুত থাকবে পালস অক্সিমিটার। এমনটাই গতকাল (শনিবার) চাঁদপুর কণ্ঠকে জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলার মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ।

তিনি বলেন আমরা চেষ্টা করেছি জেড আকৃতির আসন বিন্যাস করতে। যদিও সব কক্ষে জেড আকৃতির আসন বিন্যাস পুরোপুরি করা সম্ভব হয়নি তবে আমরা চেষ্টা করেছি অন্তক তিন ফুট দূরুত্বে শিক্ষার্থীদের বসাতে। আমাদের কলেজের পক্ষ থেকে প্রতি শিক্ষার্থীকে একটি করে মাস্ক উপহার দেয়া হবে। যাদের মাস্ক নেই তারা সাথে সাথে পরবে আর যাদের আছে তারা ব্যাগে সংরক্ষণ করবে আরেকদিন পরার জন্য।

অধ্যক্ষ বলেন, কলেজে প্রস্তুত করা হয়েছে পৃথক একটি আইসোলেশন কক্ষ। কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হলে তাকে সেখানে রেখে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে। পালস অক্সিমিটারে অক্সিজেন মেপে পালস স্বাভাবিক থাকলে অভিভাবক খবর দেয়া হবে আর পালস নিম্নমুখী হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হবে।

কলেজে বিশেষ প্রয়োজন ছাড়া অহেতুক বহিরাগত কাউকে এলাও করা হবে না। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এতটুকু কাজ আমাদের করতেই হবে। আমিও প্রত্যাশা করবো অভিভাবকসহ স্থানীয় ব্যক্তিবর্গগণ এ ব্যাপারে সহযোগিতা করবেন। যেন আমাদের সন্তানরা সুরক্ষিত ভাবে সুস্থ ভাবে বাড়ি ফিরতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়