প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৪
তিন স্তরের স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জিরো টলারেন্সে থাকবে বলে জানিয়েছেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। কলেজ ক্যাম্পাসে প্রবেশের পূর্বে শিক্ষার্থীদের মানতে হবে তিন স্তরের স্বাস্থ্যবিধি। প্রথমে স্যানিটাইজ স্প্রে, তারপর তাপমাত্রা পরিমাপ এবং সবশেষ সাবান দিয়ে হাত ধৌত করণের মধ্য দিয়ে প্রতিটি শিক্ষার্থীকে প্রবেশ করতে হবে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে।
|আরো খবর
যেহেতু একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই প্রথম কলেজে আসছে তাই ক্লাসে প্রবেশের পূর্বে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের দেয়া হবে ১টি করে রজনীগন্ধ্যা। ফুল দিয়ে পরোক্ষভাবে বরণ করে নেয়া হবে নবাগত শিক্ষার্থীদের।
অধ্যক্ষ বলেন, সকাল ১০টায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করবে। দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হলে সকাল ১১টায় একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করানো হবে। এতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাথে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্রস ঘটবে না। ক্লাসে শিক্ষার্থীদের প্রথমে মোটিভেশান স্পিচ দেয়া হবে পরে ক্লাসে মনোনিবেশ করানো হবে। ইউটিউব থেকে দেখানো হবে করোনা সচেতনাতাধর্মী ভিডিও।