প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৫
মাতৃপীঠ স্কুলে সাংবাদিকদের ঢুকতে দেয়া হবে না : প্রধান শিক্ষক
করোনাকালীন দীর্ঘ প্রায় দেড় বছর পর ১২ সেপ্টেম্বর খুলতে যাচ্ছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেয়া হবে। বিদ্যালয়গুলো খোলার পর থেকে ক্লাস চলাকালীন সময় পর্যন্ত সরকার বেশ কিছু নিয়মনীতি বিদ্যালয়গুলোকে পালন করার জন্যে নির্দেশ প্রদান করেছে।
|আরো খবর
এরই প্রেক্ষিতে চাদপুরের সাংবাদিকগণ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারের নির্দেশনা পালন করছে কি-না তা নিয়ে সংবাদ পরিবেশনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে এটাই স্বাভাবিক। জেলার অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান সাংবাদিকদের স্বাগত জানালেও ব্যতিক্রম চাঁদপুরের মাতৃপীঠ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়।
গতকাল ক’জন সাংবাদিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ পালের সাথে কথা বলতে বিদ্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। তার সাথে টেলিফোনে কথা বললে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যালয়ে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেয়া হবে না। ‘কে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’ জানতে চাওয়া হলে তিনি বলেন, ডিজি মহোদয় এই বিদ্যালয়ে কোনো সাংবাদিক যেন প্রবেশ না করে সেদিকটি খেয়াল রাখতে বলেছেন।