প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১৯:১১
ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা
ফরিদগঞ্জ উপজেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমী থেকে এ বছর শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পেয়েছে ৬ জন শিক্ষার্থী।
|আরো খবর
এই বৃত্তির ২০২৩ সালের পরীক্ষায় উপজেলার শতাধিক স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো : ১ম শ্রেণীর ইসমাইল, ইসরাত জাহান, ২য় শ্রেণীর কে এম জাকারিয়া সামি, ৩য় শ্রেণীর সাইদুর রহমান, ৪র্থ শ্রেণীর মো. মাহফুজুল ইসলাম ও ৫ম শ্রেণীর তাসফিয়া আক্তার।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোছাইন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী তুলে দেন।
এ বছর পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর বিতর্ক দল চাঁদপুর জেলায় চ্যাম্পিয়ন হয়। অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোছাইন তাঁর প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের জন্যে সকলের নিকট দোয়া চেয়েছেন।