রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৬:০৪

আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলা সেই জাবি শিক্ষককে পুলিশে দিলেন জগন্নাথের শিক্ষার্থীরা

অনলাইন রিপোর্টার জাকির
আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলা সেই জাবি শিক্ষককে পুলিশে দিলেন জগন্নাথের শিক্ষার্থীরা
দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর গত ১৫ জুলাই ছাত্রলীগের হামলা ও ১৭ জুলাই পুলিশি হামলার অন্যতম হোতা দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জবি ক্যাম্পাসে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে কোতোয়ালি থানায় তাকে নিয়ে যায় শিক্ষার্থীরা।

আটকের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী তাওহিদ ইসলাম বলেন, ‘আজ সকালে আমাদের বিশ্ববিদ্যালয়ে তিনি আসলে আমরা তাকে চিনতে পারি। তাই তাকে আটক করি। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় সহযোগিতা করার অভিযোগে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটা মামলা আছে। আমরা তাকে কোনও কিছু না করে পুলিশের কাছে সোপর্দ করি।’

আটকের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী তাওহিদ ইসলাম বলেন, ‘আজ সকালে আমাদের বিশ্ববিদ্যালয়ে তিনি আসলে আমরা তাকে চিনতে পারি। তাই তাকে আটক করি। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় সহযোগিতা করার অভিযোগে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটা মামলা আছে। আমরা তাকে কোনও কিছু না করে পুলিশের কাছে সোপর্দ করি।’

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়