শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৩২

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণায় মতলব উত্তরে শিক্ষা কমিটির প্রস্তুতি সভা

মাহবুব আলম লাভলু
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণায় মতলব উত্তরে শিক্ষা কমিটির প্রস্তুতি সভা

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে টানা দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এজন্য চলছে নানা প্রস্তুতি। এর মধ্যে রয়েছে শ্রেণীকক্ষ পাঠদান করার উপযোগী করে তোলার মতো অবস্থাও। স্কুল খোলার নির্দেশনার পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শিক্ষা কমিটি গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁঞার পরিচালনায় সভায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী সাইফুর ইসলাম’সহ শিক্ষা কমিটির সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা উপযোগী করতে শ্রেণীকক্ষ ধোয়া-মুছা, ঝোপ-ঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ অন্যান্য আগাম প্রস্তুতি শুরু হয়েছে। করোনা সংক্রমণের কারণে গত বছর ১৮ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়