প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৩:১৬
ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের “এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে পুলিশ সুপার "
চাঁদপুর সদরের ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ আয়োজিত ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার।
|আরো খবর
১২ আগস্ট শনিবার কলেজের গান্ধী ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
এসময় পুলিশ সুপার সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, এই কলেজটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের অতীত ঐতিহ্য রয়েছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী হতে হবে। তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারনা থাকতে হবে। এইচএসসি পাস হচ্ছে তোমাদের ক্যারিয়ার গড়ার জন্য টার্নিং পয়েন্ট। তোমারাই আগামী দিনের কান্ডারী, তোমাদের সুশৃংখলভাবে চলাচল করতে হবে। মাদক থেকে দূরে থাকবে হবে। আশা রাখছি তোমরা আসন্ন এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে। এইচএসসি পরীক্ষাটা তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা এই দেশ এবং জাতির আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীদিনের এই দেশ তথা সমাজের পরিচালক। আমি চাই তোমরা সফল হয়ে তোমাদের অত্র কলেজের সুনাম বয়ে আনবে। পিতা-মাতা এবং এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবে।এসময় অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।