শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০১:২০

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় এসএসসিতে ২৫ পরীক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

মাহবুব আলম লাভলু
নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় এসএসসিতে ২৫ পরীক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ২৬৪ জন অংশগ্রহণ করে ২৫০ কৃতকার্য হয়। ২৫জন জিপিএ-৫ অর্জন করেছে।

২৮ জুলাই প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ২৫জন, এ গ্রেড- ১১৮জন, এ মাইনাস- ৪৫জন, বি গ্রেড- ৪৭, সি গ্রেড- ১৫জন। বিজ্ঞান বিভাগ থেকেই ২৫জন জিপিএ-৫ অর্জন করেছে।

এ প্লাস পাওয়া একাধিক শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়ায় জানায়, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যথেষ্ট আন্তরিকতা ছিল আমাদের পাঠদানে। আমরা নিজেরাও শিক্ষকদের দেওয়া নির্দেশনা অনুসরণ করে ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করেছি। আমাদের বাবা মায়েরা সব সময় সাহস ও উৎসাহ যুগিয়েছেন।

কৃতিত্বপূর্ণ ফলাফলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় কঠোর মনোনিবেশ, শিক্ষকদের মানসম্মত পাঠদান আর অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ অভূতপূর্ব ফলাফল সম্ভব হয়েছে। প্রতিবারের মতো এ ধারা অব্যাহত রাখতে আমাদের শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতার কোন কমতি নেই। সাফল্যমন্ডিত ফলাফলে শিক্ষার্থীদের আরও উন্নতি কামণা করেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়