সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ২০:৫৫

হাজীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত শতাধিক

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত শতাধিক

৩০ এপ্রিল (রোববার) অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে হাজীগঞ্জে অনুপস্থিত ছিলো ১০৩ জন। এবার সব মিলিয়ে ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। এদিন সকাল ১০টায় এসএসসির বাংলা প্রথম পত্র, দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনে উপজেলার ৯টি কেন্দ্রে ৩ হাজার ৭৮৩ জনের মধ্যে উপস্থিত ছিলো ৩ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৬৯ জন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৩টি কেন্দ্রে ১ হাজার ১৩৯ জনের মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ১০৮ জন। অনুপস্থিত ছিল ৩১ জন।

এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উপজেলার ২টি কেন্দ্রে ৪৩২ জনের মধ্যে উপস্থিত ছিল ৪৩০ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ২ জন।

সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়