সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৯

নারায়ণপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি
নারায়ণপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ সম্পন্ন
নারায়ণপুর ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি এবং শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

কলেজ গভর্নিংবডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রশিদ মজুমদারের সভাপ্রধানে এবং কলেজের শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) মুহাম্মদ আরিফ বিল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির দাতা সদস্য মো. আব্দুল মবিন প্রধান, উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, প্রকৌশলী ফারুক বিন জামান, কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আলী আজগর, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাফ আলী পাটোয়ারী অনিক, সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তন্বী আক্তার।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী লাভলী আক্তার, গীতা পাঠ করেন মাধবী রানী পাল।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়