সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৭

নারায়ণপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপজেলা ছাত্রলীগের শুভেচ্ছা

মুহাম্মদ আরিফ বিল্লাহ
নারায়ণপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপজেলা ছাত্রলীগের শুভেচ্ছা
মতলব দক্ষিণে নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে ঘোষণাপত্র বিতরণ করছেন প্রধান অতিথিসহ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস গত ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি এবং শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।

এ সময় মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাফ আলী পাটোয়ারী অনিক, সহ-সভাপতি মাসুদ প্রধান শান্ত, শাহারিয়ার সাগর, সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক আহসান মজুমদারসহ অন্য নেতৃবৃন্দ কলেজের নবাগত শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ছাত্রলীগ নেতৃবৃন্দ কলেজের শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের ঘোষণাপত্র বিতরণ করেন। শুভেচ্ছা বক্তব্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাফ আলী পাটোয়ারী অনিক একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ছাত্রলীগের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে অবহিত করেন। তিনি লেখাপড়ায় মনোযোগী হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গঠনে ভূমিকা পালনে গুরুত্বারোপ করেন । বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশ প্রেমের সংমিশ্রণের ঘটানোর প্রতিও আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়