প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ১৮:৫৭
স্কুলে স্কুলে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
সারাদেশের মতো চাঁদপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে শুরু হয়েছে বই উৎসব। নতুন বই পেয়ে আনন্দ-উল্লাস ভাসছে শিক্ষার্থীরা। চাঁদপুর শহর ও জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার সকালে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। মতো চাঁদপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে শুরু হয়েছে বই উৎসব। নতুন বই পেয়ে আনন্দ-উল্লাস ভাসছে শিক্ষার্থীরা। চাঁদপুর শহর ও জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার সকালে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে।
|আরো খবর
করোনা মহামারির কারণে বন্ধ থাকার দুই বছর পর চাঁদপুরসহ সারা দেশে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলগুলোতে শুরু হয় এ বই বিতরণ উৎসব। রোববার সকাল ১০টা থেকে জাতীয় পাঠ্যপুস্তক দিবস-২০২৩ এর যাত্রা শুরু করেন শিক্ষামন্ত্রী দীপুমনি ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জাকির হোসেন। এ বছর বই উৎসবে সারা দেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩৮১ শিক্ষার্থীর মাঝে ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ কপি পাঠ্যপুস্তক বিনা মূল্যে বিতরণ করা হবে। যার মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৮২৩ শিক্ষার্থীকে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি বই বিতরণ করা হবে।