শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

মতলবে হাসেম খান ডাইভারসিফাইড জুট মিলের উদ্বোধন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:৪২

মতলবে হাসেম খান ডাইভারসিফাইড জুট মিলের উদ্বোধন
মুহাম্মদ আরিফ বিল্লাহ

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী সাইনবোর্ড মোড়ে হাসেম খান ডাইভারসিফাইড জুট মিলের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত ১ ডিসেম্বর সকাল ১১টায় মিলের অডিটোরিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক মো. সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলের চেয়ারম্যান এবং নারায়ণপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বদরুজ্জামান খান লোকমান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে হাসেম খান ডাইভারসিফাইড জুট মিলের শুভ উদ্বোধন করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াসিফ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিলের চেয়ারম্যান বদরুজ্জামান খান লোকমান বলেন, এই জুট মিল জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তিনি বলেন এই অঁজপাড়াগাঁয়ে এমন একটি উৎপাদনশীল শিল্প তৈরি করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। এই মিলের উন্নতি মানে মতলবের উন্নতি। তাই তিনি জুট মিলটি সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

জুট মিলের পরিচালক সুফি আহমেদ খানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মজিবুর রহমান ঢালী, আওয়ামীলীগ নেতা মো. মোস্তফা খন্দকার, নারায়ণপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান বকাউল, মো. লোকমান প্রধান, ডা. আব্দুল মান্নান তালুকদার, সমাজসেবক মো. মিজানুর রহমান খান, মো. হারুন খান, মো. মাহবুব খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়