প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ২২:৩৬
চাঁদপুরে শেষ মূহুর্তে ইলিশ কেনার ধুম
মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে শুরুর আগের দিন চাঁদপুরে ইলিশ কেনার ধুম পড়েছে।
|আরো খবর
৩ অক্টোবর রোববার রাত দশটার পর শত শত নারী-পুরুষ কম দামে ইলিশের জন্য হুমড়ি খেয়ে পড়ছে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে। দাম কিন্তু কমছে না। এখনো ছোট সাইজের ইলিশের কেজি ৫০০ টাকার উপরে। বড় সাইজের ইলিশ হাজার টাকায় বিক্রি হয়েছে।ঘাটে পর্যাপ্ত ইলিশ থাকলেও কেনার জন্য মানুষ বেশি থাকায় দাম কমার লক্ষণ দেখা যায়নি।
এ দিন ভোলা থেকে প্রচুর ইলিশের আমদানি হয়েছে।
বাবুল হাজী গফুর জনতার মালেক খন্দকার, মেজবাহ মালের আড়তে ১৯ হাজার থেকে শুরু করে ২৫/২৬ হাজার টাকা মণ দরে এবং বড় ইলিশ ৪০ হাজার টাকার উপরে বিক্রি হতে দেখা যায়।
নদ-নদীতে মা ইলিশ রক্ষা অভিযান এর কারণে মাছ ধরা নিষিদ্ধ, এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ঘাটের ইলিশ পাইকাররা জানিয়েছেন।