প্রকাশ : ২২ মে ২০২৫, ১৬:৫১
চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
'সরকার কর্তৃক ঔষধের মূল্য নির্ধারণ ও ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করতে হবে

ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চাঁদপুর শহরের বায়তুল আমিন জামে মসজিদ সংলগ্ন শপথ চত্বর এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
|আরো খবর
৪ দফা দাবির মধ্যে রয়েছে : বিভিন্ন ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ বিক্রির কমিশন বৃদ্ধি করা, ঔষধ ব্যবসায়ীদের দোকানে থাকা মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরৎ নেওয়া ও তা প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে ও সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি এবিএম নজরুল আমিন সাজু, সহ-সভাপতি সুবাস সাহা, মনির হোসেন গাজী, ফরিদগঞ্জ শাখার সভাপতি সমির চন্দ্র দে, সাধারণ সম্পাদক আলী হায়দার পাঠান টিপু, জেলা সদস্য মো. সৈয়দ হোসেন গাজী, শাওন চৌধুরী, বিমল সেন সহ সকল পর্যায়ের কেমিস্টগণ।
মনববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে বিভিন্ন ঔষধ কোম্পানি ঔষধ ব্যবসায়ীদেরকে যে ১২-১৩ পারসেন্ট কমিশন দেয়, তার মধ্যে তারা ক্রেতাকে ১০ পারসেন্ট ছেড়ে দেওয়ার পর তাদের হাতে ২-৩ পারসেন্ট কমিশন থাকে। তা দিয়ে তারা দোকান ভাড়া, কর্মচারী বেতন সহ বিভিন্ন খরচ দিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হয় অতি কষ্টে। তারা তাদের সন্তানদের নিত্যদিনের ভরণ পোষণ ও লেখাপড়া করাতে গিয়ে হিমশিম খেতে হয় বলে জানান। তারা আরো জনান, ঔষধ কোম্পানিগুলো বিগত বছরে মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেরৎ নিলেও বর্তমানে তারা তা ফেরৎ নিচ্ছে না। এতে করে তাদের লোকসান গুণতে হয়। তাই তারা মানববন্ধনে প্রতিবাদ করে জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরৎ নিতে হবে এবং তাদেরকে সে ঔষধ প্রতিস্থাপন করার জন্য দিতে হবে।
এছাড়া বক্তারা বলেন, শহর ও গ্রামগঞ্জে যেখানে সেখানে ঔষধ ফার্মেসী গড়ে উঠেছে, যাদের কোনো ড্রাগ লাইসেন্স নেই। তাই ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ রাখতে হবে। অপরদিকে ব্যবসায়ীরা দাবি করে বলেন, বর্তমানে ঔষধের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, যার ফলে ক্রেতারা ঔষধ কিনতে পারছে না। তাই ব্যবসায়ীদের দাবি, অতিসত্বর সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দেবেন বলে জানান।
চাঁদপুরের ঔষধ ব্যবসায়ীরা বলেন, আমরা দিনশেষে রাতে পকেটশূন্য হয়ে বাড়ি যেতে হয়, আমাদের সন্তানদের জন্যে আমরা কোনো কিছু করতে পারি না, আমাদের নিরূপায় হয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। অন্য পেশার লোকেরা স্কুটার দিয়ে চলাফেরা করে, সেক্ষেত্রে আমাদের সাধারণভাবে জীবন যাপন করা কষ্ট হয়ে পড়েছে। সরকার কর্তৃক ঔষধের মূল্য নির্ধারণ করা এখন শুধু আমাদের দাবি নয়, তা এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে।