প্রকাশ : ২২ মে ২০২৫, ১৬:৩৬
সহদেবপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে কচুয়ার ইউএনও

কচুয়া উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী ।
|আরো খবর
বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, এবারের উন্নয়ন সহায়তা তহবিলের প্রকল্প এবং টিআর, কাবিখা প্রকল্প বাস্তবায়নে পিআইওসহ সংশ্লিষ্ট সকলে যথেষ্ট আন্তরিকতার সাথে ও নিরলসভাবে কাজ করছেন। কাজ মানসম্মত না হলে ইউএনও মহোদয় বার বার তাগিদ দেন । উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কাজের গুণগত মান নিয়ে সতর্ক করা হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে। তাই ঠিকাদার সঠিকভাবে কাজ করছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, আমরা সর্বোচ্চ জনগুরুত্ব ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক সমৃদ্ধি বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ করেছি।
ইউএনও'র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি নবীউল্ল্যাহ পারভেজ, যুবদল নেতা আল-আমিন, সোহেল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।